Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

সবাই চায় ‘সময়ের সংলাপ’

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

ফেব্রুয়ারি ২০, ২০২৪, ০২:১৯ পিএম


সবাই চায় ‘সময়ের সংলাপ’
ছবি: সংগৃহিত

বইমেলায় সবাই চাইছে ‘সময়ের সংলাপ’। কেন সবার চাওয়া? জানতে চাইলে একজন জানালেন, ‘সময়ের কাছে এসে সাক্ষ্য দিয়ে চলে হয়, কি কাজ করেছি আর কি কথা ভেবেছি’। কাল ধাবমান। সময় বহমান। কালের খেয়া বয়ে চলে সারাবেলা। প্রতিমুহুর্তেই বেজে ওঠে সময়ের ঘড়ি। আর সময়ের সমষ্টিই জীবন। তাই সময় আর জীবন এক সত্ত্বার অভিন্ন রূপায়ন। আমাদের জীবনযাপনের এইসব দিনরাত্রির কথাগুলোই ‘সময়ের সংলাপ’।

প্রকাশক অনার্য পাবলিকেশন্সের সত্ত্বাধিকারী শফিক রহমান বলেন, সময়ের চোখ খোলা, হাত বাঁধা নেই। তাই কালের যাত্রার ধ্বনি শুনতে শুনতেই সংলাপ সাজে মনের মুকুরে। তখন সংলাপগুলো হয়ে ওঠে  মনের আয়না। এই আয়না কোন বায়না রাখেনা। তাই সংলাপগুলো নিঃসঙ্গ ফেরিওয়ালা; যে প্রার্থনা করে সাহসী পুরুষের।

অনার্য পাবলিকেশন্সের এ বইটির প্রচ্ছদ এঁকেছেন প্রীতম আদিত্য রায়। পাওয়া যাচ্ছে বইমেলার ৪৯৮-৫০১ স্টলে।

এআরএস

Link copied!