Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

বইমেলায় এসেছে ‘জলবায়ুর অভিঘাত ঝুঁকিতে বাংলাদেশ’

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

ফেব্রুয়ারি ২৬, ২০২৪, ১২:২৬ পিএম


বইমেলায় এসেছে ‘জলবায়ুর অভিঘাত ঝুঁকিতে বাংলাদেশ’

জলবায়ু পরিবর্তনের বড় বিপদ ঘনিয়ে এসেছে বিশ্বজুড়েই। ঝুঁকিতে পড়েছে বাংলাদেশের পরিবেশ, কৃষি, জীববৈচিত্রও। জলবায়ু, পানি ও খাদ্যের আন্তঃসম্পর্ক নিয়ে গবেষণা করতে গিয়ে সেসব ঝুঁকিই নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেছেন কৃষিবিদ, গবেষক সৈয়দা বদরুন নেসা। উত্তরাঞ্চলে মরুকরণ, নদ-নদীর মৃত্যু, ভূগর্ভস্থ পানির বিপজ্জনক অবনমন, উপকূলে লোনাপানি আর হাওরে অবকাঠামোর বিপদ, মাটির স্বাস্থ্যঝুঁকি, বিকল সেচপ্রকল্প, পাহাড়ে অবক্ষয়, ঢাকার তলদেশ খালি হওয়া নিয়ে লিখেছেন গবেষণাভিত্তিক ‘জলবায়ুর অভিঘাত ঝুঁকিতে বাংলাদেশ’ বইটি।

এবারের অমর একুশে বইমেলায় বইটি প্রকাশ করেছে বলাকা প্রকাশন। প্রচ্ছদ করেছেন মোস্তাফিজ কারিগর। বইটির দাম ৫০০ টাকা। পাওয়া যাচ্ছে সোহরাওয়ার্দী উদ্যানের বলাকা প্রকাশনের ৩০৫ নম্বর স্টলে।

লেখক সৈয়দা বদরুন নেসার জন্ম রাজশাহীতে হলেও খ্যাতনামা শিক্ষক বাবা প্রফেসর মো. যোবদুল হকের বদলির সুবাদে বিভিন্ন শহরে বেড়ে ওঠা। বগুড়ার সরকারি আজিজুল হক কলেজ থেকে এইচএসসি, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ থেকে বিএসসি এজি (অনার্স) এবং এমএস ইন এগ্রোনোমিতে প্রথম শ্রেণি লাভ করেন। বর্তমানে বরেন্দ্র কলেজ, রাজশাহীর কৃষিশিক্ষা বিভাগে সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত। করছেন পিএইচডি গবেষণাও।

লেখক বলেন, দেশের বিভিন্ন এলাকা ছাড়াও উত্তরের পনিসংকটাপন্ন বরেন্দ্রভূমিতে সরেজমিন গবেষণা করতে গিয়েই বইটি লেখার তাগিদ অনুভব করি। বইটিতে জলবায়ু প্রভাবিত বিষয়ই আলোচনায় এনেছি, যা ইতোমধ্যে ঝুঁকি তৈরি করেছে। জরুরি বিষয়গুলো নিয়ে নানা উদ্যোগ ও পরামর্শের কথাও বলেছি।

আজ সোমবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে বইমেলার মোড়ক উন্মোচন মঞ্চে ‘জলবায়ুর অভিঘাত ঝুঁকিতে বাংলাদেশ’ বইটির মোড়ক উন্মোচন করবেন বিশ্বব্যাংকের সিনিয়র শিক্ষা উপদেষ্টা ও সাবেক অতিরিক্ত সচিব ড. মাহমুদ উল হক।

এআরএস

Link copied!