বশেমুরবিপ্রবি প্রতিনিধি:
মে ৫, ২০২৪, ১১:০৯ এএম
বশেমুরবিপ্রবি প্রতিনিধি:
মে ৫, ২০২৪, ১১:০৯ এএম
❝মনে পড়ে❞
মোঃ ছিপু মোল্যা
রিমঝিম ওই বৃষ্টি যখন
মুষল ধারে ঝরে,
তোমাকে পড়ে মনে আমার
তোমাকেই মনে পড়ে।
শরৎ এলে কাশের ফুলে
অবনি যখন সাজে,
শেষ বিকেলে দেখেছি তোমায়
রাঙা আভার মাঝে।
হেমন্ত গেলো কুয়াশা ঘনালো
গোধূলি বেলার শেষে,
সেই কুয়াশায় দেখেছি তোমায়
পরির মতোন বেশে।
দিন ঘনালো শীত ফুরালো
পাতাশূন্য ডালে,
কাকডাকা ভোরেও তোমায় দেখেছি
হিজলের আবডালে।
নিশিভোরে সবুজ তৃনে
যদি সূর্যের আলো পরে
সেদিন জানি কেন তোমায়
ভীষণ মনে পড়ে।
মোঃ ছিপু মোল্যা
রাষ্ট্রবিজ্ঞান বিভাগ
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
বিআরইউ