Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪,

জুয়েল রানার ‘শূন্য থালা’ কবিতা

জুয়েল রানা

জুয়েল রানা

মে ১৫, ২০২৪, ১২:০১ পিএম


জুয়েল রানার ‘শূন্য থালা’ কবিতা

শূন্য থালা
-জুয়েল রানা

শূন্য থালাটা ভীষণ আশায় বুক বাঁধে,
এই যেন কেউ আমারে দুটো কড়ি সাধে।
সবাই চলে যায়,
ফিরে না তাকায়,
তবুও একটু আশায় প্রতি জনে চেয়ে কাঁদে!

নৌকা ঘাটে, প্রতিটি পাড়ায়, পথে পথে,
যেথায় জণাকীর্ন মানব হেঁটে বা রথে।
চলেছে ফাগুন বীণা,
তাহাকে যায় না চেনা,
গাত্র তার বিধ্বস্ত, লুটায়ে ধুলোর সাথে!

পা হারা হস্ত বিহীন নিঠুর জীবনে,
রঙিন বসুধা কেহবা আধার দেখে নয়নে।
লোকে নিচু কয়,
ওরা তাহা সয়,
ওদের আহার যে কেবল মান লোকের দানে!

মোদের সাধ্যের যেসব সাহায্যের চূর্ণ,
নিশ্চল মানুষের ক্ষুধা হয় ক্ষুণ্ন।
মোর হাতে অর্থ,
নাহি আপন সার্থ,
সবে মিলে শূন্য থালা দু চারে করি পরিপূর্ণ।
 

Link copied!