Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪,

কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী উপলক্ষ্যে জাতীয় জাদুঘরে আলোচনা সভা

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

মে ২৮, ২০২৪, ০৪:০৮ পিএম


কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী উপলক্ষ্যে জাতীয় জাদুঘরে আলোচনা সভা

জাতীয় পর্যায়ে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৫তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে বাংলাদেশ জাতীয় জাদুঘরের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব মিলনায়তনে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

‘অসাম্প্রদায়িক চেতনা এবং নজরুল’ শীর্ষক প্রতিপাদ্য বিষয়কে ধারণ করে আয়োজিত অনুষ্ঠানমালার আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা ড. কামাল আবদুল নাসের চৌধুরী।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, নজরুল বিরল প্রতিভা নিয়ে জন্মগ্রহণ করেছিলেন। সাম্য, ভ্রাতৃত্ববোধ তার সাহিত্য কর্মকে উজ্জ্বল করেছে। পাশাপাশি ধর্মীয় উগ্রবাদ, গোঁড়ামিকে প্রতিহত করার চেষ্টা করেছেন তার লেখনীর মাধ্যমে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বিশিষ্ট নজরুল সংগীতশিল্পী সাদিয়া আফরিন মল্লিক।

স্মারক বক্তৃতা প্রদান করেন কবি নজরুল ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক এ এফ এম হায়াতুল্লাহ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব খলিল আহমদ। আলোচনা শেষে বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানে সম্মেলক গান, একক সংগীত, নৃত্য ও আবৃত্তি পরিবেশন করেন দেশের বিশিষ্ট শিল্পীবৃন্দ।

ইএইচ

Link copied!