Amar Sangbad
ঢাকা শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪,

মহসিন আলম মুহিনের কবিতা: অভিযোগ

মহসিন আলম মুহিন

মহসিন আলম মুহিন

সেপ্টেম্বর ২৬, ২০২৪, ১১:৪৮ এএম


মহসিন আলম মুহিনের কবিতা: অভিযোগ

কোথায় গিয়ে করবো নালিশ
বলো কাহার কাছে,
মানেনা কেউ বিচার সালিশ
ঘুরায় মিছে মিছে।।

যাদের ভাবি আপন করে
তারাই ভাবে পর,
গোপনে নেয় সবই কেড়ে
ভাঙ্গে সুখের ঘর।।

মিথ্যে আশার পাহাড় বেয়ে
চলি লম্বা পথ,
আশার প্রদীপ নিভে গিয়ে
খাদে পড়ে রথ।।

সকাল থেকে রাতের কালে
আঘাত নামে কত,
কেমন করে কোথায় গেলে
দুঃখ হবে গত।।

বিচারপতি, সাক্ষীসাবুদ ভেজাল-
কাঁদে অবুঝ প্রাণ,
কে শুনবে সব অভিযোগ
কেমনে পাবো ত্রাণ।।

ব্যস্ত সবাই নিজের কাজে
কেউ শোনেনা কথা,
হাজার ভালো চিন্তার মাঝে
আসে শুধুই ব্যথা।।

Link copied!