Amar Sangbad
ঢাকা সোমবার, ২৭ জানুয়ারি, ২০২৫,

ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ: রংপুর বিভাগের বাছাই পর্ব শুক্রবার

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

অক্টোবর ২৯, ২০২৪, ১১:৫৭ এএম


ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ: রংপুর বিভাগের বাছাই পর্ব শুক্রবার

বাংলা ভাষা ও সংস্কৃতি চর্চায় নতুন প্রজন্মকে আরও বেশি উদ্বুদ্ধ করতে ৬ষ্ঠ বারের মতো শুরু হয়েছে দেশের সবচেয়ে বড় টিভি রিয়্যালিটি শো ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ।

শুক্রবার রংপুর বিভাগের বাছাইপর্ব অনুষ্ঠিত হবে।

শহরের পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজ চিড়িয়াখানা রোড রংপুরে ‘ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ’ ৬ষ্ঠ বর্ষের রংপুর বিভাগের প্রতিযোগীদের বাছাই পর্ব অনুষ্ঠিত হবে।

সেখানে শিক্ষার্থী, অভিভাবকসহ আরও উপস্থিত থাকবেন ঢাকা ও রংপুর বিভাগের বিচারক মন্ডলী। পর্যায়ক্রমে দেশের সকল বিভাগে এ বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হবে।

ইস্পাহানির উদ্যোগে আয়োজিত প্রতিবারের মত প্রতিযোগিতায় শুদ্ধ বাংলা ভাষার ব্যবহার, বানান চর্চা, শুদ্ধ উচ্চারণ ও ব্যাকরণের সঠিক প্রয়োগের মাধ্যমে ভিন্ন ভিন্ন পর্যায় শেষে চূড়ান্ত বিজয়ী নির্ধারণ করা হবে। এর মধ্যে বরিশাল ও রাজশাহী বিভাগের অডিশন কার্যক্রম শেষ হয়েছে।
সেরা বাংলাবিদ পাবেন ১০ লক্ষ টাকার মেধাবৃত্তি।

দ্বিতীয় ও তৃতীয় সেরা বাংলাবিদ পাবেন যথাক্রমে ৫ ও ৩ লক্ষ টাকার মেধাবৃত্তি। বাকি ১০ জন পাবেন একটি করে ল্যাপটপ ও ব্যক্তিগত লাইব্রেরি গড়ে তোলার জন্য বই ও আলমারি।

এই অনুষ্ঠানের সম্প্রচার সহযোগী চ্যানেল আই, জ্ঞান ও তথ্য সহযোগী বাংলা একাডেমি ও পৃষ্ঠপোষকতায় ইস্পাহানি মির্জাপুর।

ইএইচ

Link copied!