Amar Sangbad
ঢাকা সোমবার, ২৭ জানুয়ারি, ২০২৫,

জাতীয় ভাস্কর্য প্রদর্শনীর পুরস্কার পেলেন জবির আসফিকুর

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

ডিসেম্বর ২৪, ২০২৪, ০৬:১৭ পিএম


জাতীয় ভাস্কর্য প্রদর্শনীর পুরস্কার পেলেন জবির আসফিকুর

বাংলাদেশ শিল্পকলা অ্যাকাডেমির চারুকলা বিভাগের ব্যবস্থাপনায় আয়োজিত মাসব্যাপী ‘৬ষ্ঠ জাতীয় ভাস্কর্য প্রদর্শনীর সম্মানসূচক পুরস্কার পেলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভাস্কর্য বিভাগের খণ্ডকালীন শিক্ষক আসফিকুর রহমান।

শনিবার(২১ ডিসেম্বর)অ্যাকাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে এ ভাস্কর্য প্রদর্শনীর উদ্বোধন করেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস. মুরশিদ।

অনুষ্ঠানে অনলাইনে যুক্ত হয়ে সভাপতিত্ব করেন বাংলাদেশ শিল্পকলা অ্যাকাডেমির মহাপরিচালক ড. সৈয়দ জামিল আহমেদ। এসময় প্রদর্শনীতে অংশ নেয়া ১৫৯ জন শিল্পীর মধ্য থেকে ১০ জনকে সম্মানসূচকসহ মোট ১৩ টি পুরস্কার প্রদান করা হয়।

ধারাবাহিকভাবে ভাস্কর্য চর্চায় উৎসাহ ও বিকাশের লক্ষ্যে বাংলাদেশ শিল্পকলা অ্যাকাডেমির উদ্যোগে ১৯৮২ সালে প্রথম ভাস্কর্য প্রদর্শনী আয়োজিত হয়। এ বছর ৬ষ্ঠ বারেরমতো অনুষ্ঠিত হচ্ছে মাসব্যাপী জাতীয় পর্যায়ের এ ভাস্কর্য প্রদর্শনী। এবারের প্রদর্শনীতে অংশগ্রহণকারী শিল্পী সংখ্যা ২১৬ জন, ১৫৯ জন শিল্পীর বিভিন্ন ক্যাটাগরির ১৭৮ টি শিল্পকর্ম প্রদর্শিত হচ্ছে। 

বাংলাদেশ শিল্পকলা অ্যাকাডেমির জাতীয় চিত্রশালা গ্যালারিতে প্রদর্শনী চলবে ২১ ডিসেম্বর ২০২৪ থেকে ২০ জানুয়ারি ২০২৫ পর্যন্ত, প্রতিদিন সকাল ১১টা (সরকারি ছুটির দিন বিকাল ৩টা) থেকে রাত ৮টা পর্যন্ত।

আরএস

Link copied!