বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবের ৯২তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে মাগফেরাত কামনায় পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক (গ্রেড-১) সাহান আরা বানুর নেতৃত্বে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (০৮ আগস্ট) পরিবার পরিকল্পনা অধিদপ্তরের আইইএম ইউনিটের পরিচালক আবদুল লতিফ মোল্লা স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, দোয়া মোনাজাতে মহাপরিচালক বলেন, ফজিলাতুন নেছা মুজিব শুধু জাতির পিতার সহধর্মিণীই ছিলেন না, বাঙালির সুদীর্ঘ স্বাধিকার আন্দোলন ও মুক্তিসগ্রামের নেপথ্যেও কারিগর হিসেবে প্রতিটি পদক্ষেপে তাকে সক্রিয় সহযোগিতা করেছেন।
বঙ্গবন্ধু শেখ মুজিবের দৃঢ় চেতনাকে আরও শাণিত করেন। তার আত্মার মাগফিরাত কামনা করছি। এসময় অধিদপ্তরের সকল পরিচালক, উপ পরিচালক এবং প্রোগ্রাম ম্যানেজারসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। সেইসাথে বিভাগীয় পরিচালকবৃন্দ ভার্চুয়ালি সংযুক্ত ছিলেন।
আমারসংবাদ/টিএইচ