বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার চ্যাটারটন ডিকসন বলেছেন, সুষ্ঠু জাতীয় নির্বাচনের জন্য সব দলের সঙ্গে আলোচনা জরুরি, অংশগ্রহণমূলক নির্বাচন দেখতে চায় যুক্তরাজ্য।
তিনি বলেন, আমি আশা করছি আওয়ামী লীগ ও বিএনপি দুইটি মূল দলসহ অন্যান্য দলের সঙ্গে সংলাপ অনুষ্ঠিত হবে।
সোমবার (২২ আগস্ট) রাজধানীর গুলশান-২ এর খাজানা রেস্টুরেন্টে স্টাডিজ (সিজিএস) এবং ফ্রেডরিক-এবার্ট-স্টিফটুং (এফইএস) এর যৌথ আয়োজনে `মিট দ্য অ্যাম্বাসেডর` সিরিজের দ্বিতীয় অনুষ্ঠানে এই কথা বলেন ব্রিটিশ হাইকমিশনার।
তিনি বলেন, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী যেই হোক, বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আগের মতোই শক্তিশালী থাকবে।বাংলাদেশের একটি স্বচ্ছ জাতীয় নির্বাচনের প্রত্যাশা করে যুক্তরাজ্য।
তিনি আরো বলেন, প্রাতিষ্ঠানিক দক্ষতা বাড়াতে ব্রিটিশ শিক্ষা প্রতিষ্ঠানগুলো বাংলাদেশে তাদের শিক্ষা ব্যবসা বাড়াতে আগ্রহী। বাংলাদেশ এ ক্ষেত্রে ইতিবাচক সাড়া দেবে বলে আশা প্রকাশ করেন ব্রিটিশ হাইকমিশনার।
চলমান রাশিয়া-ইউক্রেন যুদ্ধ প্রসঙ্গে চ্যাটারটন বলেন, ইউক্রেনকে অস্ত্র দিয়ে সহায়তা অব্যাহত রাখবে যুক্তরাজ্য।
আমারসংবাদ/টিএইচ