পাঁচ দেশ থেকে ৬ লাখ টন খাদ্যশস্য আমদানির চুক্তি

মো. মাসুম বিল্লাহ প্রকাশিত: সেপ্টেম্বর ৪, ২০২২, ০৪:২৭ পিএম
পাঁচ দেশ থেকে ৬ লাখ টন খাদ্যশস্য আমদানির চুক্তি

খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে পাঁচ দেশ থেকে ৬ লাখ টন খাদ্যশস্য আমদানির চুক্তি হয়েছে। এই পাঁচ দেশ ছাড়াও প্রয়োজন হলে অন্যান্য দেশ থেকে আমদানি করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।  

দেশেগুলো হলো, রাশিয়া, মিয়ানমার, থাইল্যান্ড, ভিয়েতনাম এবং ভারত।

রোববার (০৪ সেপ্টেম্বর) মন্ত্রীসভা বৈঠক শেষে সচিবালয়ে ব্রিফিংয়ে মন্ত্রীপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন। 

তিনি বলেন, প্রধানমন্ত্রী বলেছেন, শুধু এর উপর নির্ভর না করে বিকল্প হিসেবে আরো কয়েকটি উৎসকে প্রস্তুত রাখতে, যাতে শেষ মুহূর্তে কোনো জটিলতা না হয়। ‍‍`

 

টিএইচ