রাজধানীতে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্র নিহত

মো. মাসুম বিল্লাহ প্রকাশিত: সেপ্টেম্বর ১১, ২০২২, ১১:০১ এএম
রাজধানীতে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্র নিহত

রাজধানীর তেজগাঁও শিল্প এলাকায় সড়ক দুর্ঘটনায় মো. আলী হোসেন (১৭) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে।

রোববার (১১ সেপ্টেম্বর) সকাল পৌনে ৮টার দিকে তেজগাঁও বিজিপ্রেস এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের পরিদর্শক বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত আলী হোসেন তেজগাঁও বিজ্ঞান হাইস্কুলের ১০ম শ্রেণির ছাত্র ছিল। তেজগাঁও কুনিয়াপাড়ায় পরিবারের সাথে থাকতো হোসেন আলী। তার গ্রামের বাড়ি বরিশালের মুলাদী উপজেলার কৃষ্ণপুর গ্রামে। আজমির হোসেন ও সেলিনা বেগম দম্পতির এক ছেলে ও এক মেয়ের মধ্যে বড় আলী হোসেন।

নিহতের বাবা আজমির হোসেন জানান, সকাল ৬টার দিকে কোচিং করার জন্য বাসা থেকে বের হয় সে। পরে ৮টার দিকে তিনি খবর পান আলী রোড অ্যাক্সিডেন্ট করেছে; তাকে শমরিতা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। পরে তিনি শমরিতা হাসপাতালে গিয়ে সেখান থেকে আলীকে ঢাকা মেডিকেলে নিয়ে যান।

তিনি বলেন, ঢাকা মেডিকেলে নেয়ার পর সকাল সাড়ে ৮টায় চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তেজগাঁও শিল্পাঞ্চল থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) সুদর্শন রাজবংশী জানান, পৌনে আটটার দিকে বিজেপ্রেস এলাকায় চেকপোস্টের ডিউটি করছিলেন তারা। তখন একটি শব্দ শুনতে পান। পরে সেখানে গিয়ে দেখেন রক্তাক্ত অবস্থায় পড়ে আছে ওই স্কুলছাত্র। তখন এক রিকশাচালকের মাধ্যমে তাকে শমরিতা হাসপাতালে পাঠিয়ে দেন।

এসআই বলেন, তবে কোন গাড়ির ধাক্কায় দুর্ঘটনা ঘটেছে তা আশপাশে লোকজনও বলতে পারেনি।


ইএফ