রাজধানীর হাজারীবাগে কুরিয়ার সার্ভিসের মালামাল লোড-আনলোডের সময় কেমিক্যাল বিস্ফোরণে একজন নিহত এবং তিনজন আহত হয়েছেন। নিহতের নাম মো. ইলিয়াস (৩৮)। আহতরা হলেন- হালিম (২৮) মার্সেল (৩৬) ও আশিক (৪০)।
রোববার (২৫ সেপ্টেম্বর) রাতে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন হাজারীবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোক্তারুজ্জামান।
তিনি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কোনো কেমিক্যাল থেকে বিস্ফোরণের ঘটনা ঘটতে পারে।
দগ্ধ শ্রমিকদের সহকর্মী মোহাম্মদ সালাম মিয়া বলেন, মেট্রো এক্সপ্রেস কুরিয়ার সার্ভিসের অফিসের সামনে মালামাল লোড-আনলোডের সময় বিস্ফোরণ হয়।
এতে ঘটনাস্থলেই এক শ্রমিক মারা যান। দগ্ধ হন আরও তিন জন। তাদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। তিনি জানান, হতাহতদের সবার গ্রামের বাড়ি রাজশাহী জেলায়।
উপ-পরিদর্শক (এসআই) ইমদাদুল হক শাহীন বলেন, কিছুক্ষণ আগে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসেছি। প্রত্যক্ষদর্শী ও কেমিক্যালের আলামত সংগ্রহ করা হচ্ছে। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।
শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের কর্তব্যরত চিকিৎসকরা জানান, হাজারীবাগ এলাকা থেকে দগ্ধ হয়ে তিন জন এসেছেন। তিন জনের অবস্থায় আশঙ্কাজনক।
টিএইচ