ঢাকা মহানগরের যুগ্ন পুলিশ কমিশনার বিপ্লব কুমার রায় বলেছেন, গতকাল আর্জেন্টিনার পোশাক পড়ে গুলি চালানো ব্যক্তিকে পুলিশ খুঁজছেন।
আজ বৃহস্পতিবার (৮ নভেম্বর) দুপুরে নয়াপল্টন এলাকায় সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ কথা বলেন।
বিপ্লব কুমার বলেন, ওই ব্যক্তি কে আমরা এখনো নিশ্চিত করতে পারেনি। তিনি কি পুলিশের কেউ নাকি অন্য কেউ আমরা এখনো শতভাগ নিশ্চিত হতে পারেনি। আমরা তদন্ত করছি খুঁজে দেখছি এ বিষয়ে জানতে পারলে অবশ্যই সাংবাদিকদের জানাবো।
তিনি আরো বলেন, গতকাল থেকে এ পর্যন্ত প্রায় ৪শ বিএনপি নেতা কর্মীকে আটক করেছে পুলিশ।তাদেরকে দুপুরের মধ্যে আদালতে পাঠানো হবে।
পুলিশের এই কর্মকর্তা আরো বলেন, গতকাল নয়াপল্টনের বিভিন্ন ভবন থেকে পুলিশের উপর ককটেল মারা হয়েছে ।এজন্য জনগণের নিরাপত্তার স্বার্থে পুলিশ এ সড়ক বন্ধ করে দিয়েছে। যতক্ষণ পর্যন্ত এই সড়কটি ঝুঁকিমুক্ত হবে না ততক্ষণ পর্যন্ত বন্ধ রাখা হবে।
বিএনপি নয়াপল্টনের সমাবেশ করতে পারবে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নে বিপ্লব কুমার বলেন, বিএনপিকে সোহরাওয়ার্দীতে অনুমতি দেওয়া হয়েছে এ ব্যতীত বিএনপি অন্য কোথাও সমাবেশ করতে পারবে না।
ইএফ