নারায়ণগঞ্জ সিটিকরপোরেশনের প্যানেল মেয়র – ২ ও ৩ নং ওয়ার্ড কাউন্সিলর শাহজালাল বাদলের প্রথম স্ত্রী সাদিয়া নিঝু ( ৩২) নারায়ণগঞ্জের চাষাড়ার পিত্রালয়ের ৭ তলা ভবন থেকে লাফিয়ে পড়ে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে৷ তবে এটা কি আত্মহত্যা নাকি হত্যাকান্ড এ নিয়ে চলছে সর্বত্র আলোচনা ৷ ৫ মার্চ দুপুরে এ ঘটনাটি সংঘটিত হয়েছে ৷ লাশ নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া হাসপাতাল মর্গে রয়েছে বলে জানা গেছে৷
চাষাড়ার বালুর মাঠের নিঝু বিউটি পার্লার ভবনে মায়ের সাথে থাকতেন সাদিয়া নিঝু ৷ তার মায়ের মালিকানাধীন নিঝু বিউটি পার্লার ওই ভবনের তৃতীয় তলায় অবস্থিত। ৭ তলা ভবনের ছাদের পিছনের অংশ দিয়ে নিঝু লাফিয়ে পড়লে টিনের ছাপরা ঘরেরর উপর পরে গুরুতর রক্তাক্ত যখম হন বলে স্থানীয়রা জানায় ৷
তাকে মুমুর্ষ অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন ৷ এদিকে গত বছর ৮ ফেব্রুয়ারী চাষাড়ার নিজ বাসায় সাংবাদিকদের ডেকে কাউন্সিলর বাদলের বিরুদ্ধে অভিযোগ করেছিলেন নিঝু। তার অভিযোগ ছিল কাউন্সিলর বাদল তাকে স্ত্রীর অধিকার থেকে বঞ্চিত করে দ্বিতীয় বিবাহ করেছেন। সেই সময় নিঝু অভিযোগ করেন, ২০০৭ সালে তাদের বিয়ে হয়। আইভিএফ (ইন ভিট্রো ফার্টিলাইজেশন) এর মাধ্যমে একটি সন্তানও জন্ম হয় তাদের। সম্প্রতি তাকে না জানিয়ে বাদল দ্বিতীয় বিয়ে করেছে। এতদিন যাবৎ সে আমাকে স্ত্রীর অধিকার থেকে বঞ্চিত করছে। সে আমার অনুমতি না নিয়ে দ্বিতীয় বিয়ে করেছে। আমার বাচ্চাটা খুব অসহায়। সে আমার ভরণপোষণের দায়িত্ব নিতে চায়না৷
কাউন্সিলর শাহজালালের পরিবারবর্গের দাবি নিঝুর মৃত্যুর পর নারায়ণগঞ্জ ডিবি পুলিশ শাহজালাল বাদলকে আটক করে ডিবি কার্যলয়ে নিয়ে গেছে৷ তবে তাকে জিজ্ঞাসাবাদ শেষে সন্ধ্যার পর ডিবি কার্যালয় থেকে ছেড়ে দেওয়া হয়েছে ৷
মৃত্যুর ঘটনাটি গুরুত্বসহকারে খতিয়ে দেখা হচ্ছে বলে নারায়ণগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ আনিচুর রহমান মোল্লা ৷ সন্ধ্যার পর নিঝুর লাশ নাসিক ৩ নং ওয়ার্ড কাউন্সিলর শাহজালাল বাদলের বাড়িতে নিয়ে আসা হয় এবং সেখানে জানাজা নামায শেষে নিঝুর লাশ স্থানীয় কবরস্থানে দাফন করা হয়েছে৷
আরএস