রাজধানীর উত্তরার তুরাগ এলাকায় প্রকাশ্যে দিবালোকে বেসরকারি ডাচ বাংলা ব্যাংকের গাড়ি থেকে সোয়া ১১ কোটি টাকা ছিনিয়ে নিয়েছে ছিনতাইকারীরা।
বৃহস্পতিবার (৯ মার্চ) সকাল সাড়ে সাতটার দিকে উত্তরার ১৬ নম্বর সেক্টরের ১১ নম্বর ব্রিজ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
তুরাগ থানার পরিদর্শক (তদন্ত) মো. শরীফুল ইসলাম বলেন, সকালে রাজধানীর মিরপুর ডিওএইচএসের একটি সিকিউরিটি কোম্পানি থেকে সোয়া ১১ কোটি টাকা গাড়িতে নিয়ে সাভারের ইপিজেডে ডাচ্–বাংলা ব্যাংকের বুথে টাকা ঢোকাতে নিয়ে যাচ্ছিল।
সকাল ৭টার দিকে হাইয়েস আড়াআড়ি করে মাইক্রোবাস দাঁড় করিয়ে উত্তরা ১৬ নম্বর সেক্টরের ১১ নম্বর ব্রিজ–সংলগ্ন ডাচ–বাংলা ব্যাংকের বহন করা গাড়িটির গতি রোধ করে। হাইয়েস থেকে ১০ থেকে ১২ জন সশস্ত্র ছিনতাইকারীরা নেমে টাকা বহন করা গাড়ির দরজা ভেঙে অস্ত্রের মুখে সবাইকে জিম্মি করে সোয়া ১১ কোটি টাকা ভর্তি ট্রাংক ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।
তুরাগ থানার ওসি মওদুদ হাওলাদার বলেন, সশস্ত্র অবস্থায় সোয়া ১১ কোটি টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ পেয়েছি। টাকা উদ্ধারের চেষ্টা চলছে।
এআরএস