জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ সেনাবাহিনীর অংশগ্রহণ নিয়ে অপপ্রচার চালিয়ে যাচ্ছে বিএনপি ও তাদের সহযোগীরা। তাদের এই অপপ্রচার রাষ্ট্রদ্রোহের শামিল। এজন্য বিচার হওয়া উচিত বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।
মঙ্গলবার এক টুইটার বার্তায় এসব কথা বলেন তিনি।
জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের অবদানের প্রতি ইঙ্গিত তিনি বলেন, বহু ত্যাগ ও প্রচেষ্টার মাধ্যমে বিশ্বব্যাপী বাংলাদেশ স্বীকৃতি অর্জন করেছে তা একমাত্র শত্রুরাই ক্ষুণ্ণ করার চেষ্টা করতে পারে।
বিএনপির এই অপপ্রচারকে রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড বিবেচনা করে বিচারের আওতায় আনা উচিত দাবি করে শাহরিয়ার আলম বলেন, রাজনীতিকে বিএনপি এমন একটা পর্যায়ে নিয়ে গেছে যেখানে দেশের নিরাপত্তা বাহিনী ও সেনাবাহিনীর বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে যাচ্ছে।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী প্রশ্ন রেখে বলেন, বিশ্বব্যাপী শান্তিরক্ষী হিসেবে দায়িত্ব পালনে আমাদের সেনাবাহিনীর যোগ্যতাকে চ্যালেঞ্জ করছে বিএনপি ও বিদেশে তাদের অর্থে লালিত-পালিত সহযোগীরা। এর মাধ্যমে সেনাবাহিনীর জন্য কী ভবিষ্যতের পরিকল্পনা করছে তারা?
এর আগে গত রোববার (২৫ জুন) ঢাকায় কূটনৈতিক সংবাদদাতাদের প্রতিমন্ত্রী বলেন, যারা দেশে-বিদেশে জাতিসংঘ মিশনে বাংলাদেশি শান্তিরক্ষীদের অর্জনকে ক্ষুণ্ণ করার চেষ্টা করছে তারা ‘দেশের শত্রু’ বলে উল্লেখ করে তিনি এটা খুবই দুর্ভাগ্যজনক দাবি করেন।
মন্ত্রী আরও বলেন, তারা আমাদের অহংকার। আমাদের শান্তিরক্ষীরা সারাবিশ্বের কাছে দৃষ্টান্ত। তারা বাংলাদেশের বন্ধু নয়, তারা শত্রু। যারা এই অর্জনকে ক্ষুণ্ণ করার চেষ্টা করছে এবং আমাদের প্রচেষ্টা ব্যর্থ করার চেষ্টা করছে।
শান্তিপ্রিয় দেশ হিসেবে বাংলাদেশ শান্তিরক্ষী বাহিনী ১৯৮৮ সাল থেকে জাতিসংঘের অধীন বিশ্বশান্তি প্রতিষ্ঠায় একযোগে কাজ করে যাচ্ছে। বর্তমানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে সৈন্য প্রেরণকারী দেশ হিসেবে বাংলাদেশের নাম রয়েছে এক অন্যতম সম্মানের পর্যায়ে।
এইচআর