গাজীপুরের টঙ্গী রেলওয়ে জংশনে ঢাকাগামী কর্ণফুলী কমিউটার ট্রেনে ছিনতাই ও হামলার ঘটনায় আরও ৫জনকে গ্রেপ্তার করেছে র্যাব-১।
শনিবার (১২ আগস্ট) ভোররাতে টঙ্গী ও আব্দুল্লাহপুর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
সকালে র্যাবের মিডিয়া বিভাগের পক্ষ থেকে পাঠানো এক ক্ষুদেবার্তায় বিষয়টি নিশ্চিত করা হয়েছে। তবে সেখানে গ্রেপ্তারকৃতদের নামপরিচয় জানানো হয়নি।
গত বৃহস্পতিবার রাত ১১টায় কর্ণফুলী এক্সপ্রেসের একটি ট্রেনে ১০ থেকে ১২ জন যুবক অস্ত্র দেখিয়ে যাত্রীদের কাছ থেকে মূল্যবান জিনিসপত্র ও টাকা-পয়সা ছিনিয়ে নেয়। বাধা দিতে চাইলে যাত্রীদের ছুরি দিয়ে আঘাত করা হয়। এছাড়া ট্রেনের জানালা দিয়ে যাত্রীদের দিকে পাথর নিক্ষেপ করলে কয়েকজন যাত্রী আহত হন।
পরে টঙ্গী পূর্ব থানা পুলিশ সাঁড়াশি অভিযান চালিয়ে নয়জনকে গ্রেপ্তার করে। এ সময় তাদের কাছ থেকে সুইচ গিয়ার, চাপাতি, লুন্ঠিত মোবাইল উদ্ধার করা হয়। আজ আরও পাঁচজনকে গ্রেপ্তার করার কথা জানান র্যাব।
আরএস