ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) ডা. আলিম চৌধুরী ছাত্রী নিবাস থেকে জয়া কুণ্ড (২৪) নামে এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।
বুধবার (১৬ আগস্ট) বেলা পৌনে ১১টায় তাকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হলে পরীক্ষা-নিরীক্ষা শেষে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
খুলনার ফুলবাড়ি উপজেলার কুয়েট রোডের গিরি ইন্দ্রনাথের মেয়ে জয়া কুণ্ডা ঢাকা মেডিক্যাল কলেজের পঞ্চম বর্ষের শিক্ষার্থী ছিলেন।
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, ওই শিক্ষার্থী ডা. আলিম চৌধুরী হলের তৃতীয় তলায় ৮৫ নম্বর রুমে থাকতেন। ওই রুমে তিন শিক্ষার্থী থাকতেন। ঘটনার সময় রুমে কেউ ছিলেন না। জয়ার রুমমেটরা হলে ফিরে রুমের দরজা ভিতর থেকে বন্ধ দেখতে পান। পরে বিকল্পভাবে রুমের দরজা খুলে জয়াকে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। দ্রুত তাকে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
প্রাথমিকভাবে জয়া কুণ্ডর মৃত্যুর সঠিক কারণ জানা যায়নি। চিকিৎসকরা বলছেন ময়নাতদন্তের রিপোর্টের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
এআরএস