ঘাটাইলে ইসলামী ব্যাংকের শাখা উদ্বোধন করলেন গভর্নর

ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি প্রকাশিত: ডিসেম্বর ২৮, ২০২৪, ০৪:১৭ পিএম
ঘাটাইলে ইসলামী ব্যাংকের শাখা উদ্বোধন করলেন গভর্নর

টাঙ্গাইলের ঘাটাইলে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির ৪০০তম শাখা উদ্বোধন করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর।

শনিবার উপজেলা অডিটোরিয়ামে এ শাখার উদ্বোধন করা হয়।

ব্যাংকের চেয়ারম্যান ওবায়েদ উল্লাহ আল মাসুদের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান মো. আব্দুল জলিল, রিস্ক ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান প্রফেসর ড. এম মাসুদ রহমান, অডিট কমিটির চেয়ারম্যান মো. আব্দুস সালাম এফসিএ এফসিএস ও স্বতন্ত্র পরিচালক মোহাম্মদ খুরশীদ ওয়াহাব।

স্বাগত বক্তব্য দেন- ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মদ মনিরুল মওলা।

প্রবন্ধ উপস্থাপন করেন শরিয়াহ সুপারভাইজরি কমিটির সদস্য সচিব প্রফেসর মুহাম্মদ আব্দুস সামাদ। ধন্যবাদ জ্ঞাপন করেন অ্যডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মো. ওমর ফারুক।

এ সময় অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মো. আলতাব হুসাইন ও মোহাম্মদ জামাল উদ্দিন মজুমদার উপস্থিত ছিলেন।  

গ্রাহক ও শুভানুধ্যায়ীদের পক্ষ থেকে বক্তব্য দেন টাঙ্গাইল সাবালিয়া আদর্শ সমাজকল্যাণ পরিষদের সহ-সভাপতি অধ্যাপক খন্দকার আব্দুর রাজ্জাক, এইম সিটি রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ হোসনি মোবারক বাবুল, ব্যবসায়ী মো. সিরাজুল হক সানা প্রমুখ।

এ সময় ব্যাংকের প্রধান কার্যালয়ের ঊর্ধ্বতন নির্বাহী ও বিভিন্ন শাখার কর্মকর্তা,ব্যবসায়ী, শুভানুধ্যায়ী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

ইএইচ