রাজধানীর বাংলামোটরে একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট কাজ করছে। রোববার (৫ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এই আগুন দেওয়া হয়।
তবে কে বা কারা আগুন দেয় সে বিষয়ে এখনও নিশ্চিত হওয়া যায়নি। আগুনে তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
এ তথ্য নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের ডিউটি অফিসার এরশাদ হোসেন।
তিনি জানান, বাংলামোটর মোড়ে পুলিশ বক্সের সামনে শাহবাগগামী একটি যাত্রীবাহী বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। সন্ধ্যা ৬টা ২২ মিনিটে আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়েছে।
তবে প্রাথমিকভাবে হতাহতের কোনো খবর জানাতে পারেননি তিনি।
এর আগে শনিবার (৪ নভেম্বর) সন্ধ্যা সাড়ে সাতটা থেকে রাত ১০টা নাগাদ মাত্র আড়াই ঘণ্টার ব্যবধানে রাজধানীতে চারটি যাত্রীবাহী বাসে আগুন দেয় দুর্বৃত্তরা।
আরএস