বৈধ পথে লিবিয়া যেতে পারবেন বাংলাদেশি কর্মীরা

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: জানুয়ারি ২২, ২০২৪, ০১:১০ পিএম
বৈধ পথে লিবিয়া যেতে পারবেন বাংলাদেশি কর্মীরা

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী শফিকুল ইসলাম চৌধুরীর সাথে ঢাকায় নিযুক্ত লিবিয়ার রাষ্ট্রদূত এইচ.ই.আব্দুল মুতালিব এস এম সুলিমান সৌজন্য সাক্ষাৎ করেন।

আজ সোমবার প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে রাষ্ট্রদূতের সাথে সাক্ষাৎ করেন।

এ সময় মন্ত্রী বলেন, লিবিয়ার সাথে আমাদের সম্পর্ক বজায় থাকবে। ইতোমধ্যে লিবিয়ার রাষ্ট্রদূত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পুনরায় নির্বাচিত হওয়ায় অভিনন্দন জানিয়েছেন। তাদের দেশে বাংলাদেশি কর্মী নেয়ার ব্যাপারে কথা চলছে। সবকিছু ঠিকঠাক থাকলে খুব দ্রুতই বাংলাদেশিরা লিবিয়ায় কাজ করার জন্য বৈধভাবে যেতে পারে।

এইচআর