এলজিসিআরপি-এলজিইডি‍‍`র মধ্য মেয়াদী পর্যালোচনা মিশনের উদ্বোধন

আমার সংবাদ ডেস্ক প্রকাশিত: ফেব্রুয়ারি ৬, ২০২৪, ১২:২৬ পিএম
এলজিসিআরপি-এলজিইডি‍‍`র মধ্য মেয়াদী পর্যালোচনা মিশনের উদ্বোধন
ছবি: আমার সংবাদ

স্থানীয় সরকার কোভিড-১৯ প্রতিক্রিয়া এবং পুনরুদ্ধার প্রকল্প (এলজিসিআরপি) স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ (এলজিইডি) বিশ্বব্যাংকের মধ্য মেয়াদী পর্যালোচনা মিশনের উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) এলজিইডির সেমিনার হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) প্রধান প্রকৌশলী মো. আলী আখতার হোসেন।

বিশেষ অতিথি ছিলেন,  বিশ্বব্যাংকের নগর উন্নয়ন বিশেষজ্ঞ এবং টাস্ক টিম লিডার (টিটিএল) মানশা চেন, (আরবান ম্যানেজমেন্ট ইউনিট) এলজিইডির তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. সোহরাব আলী।

সভাপতিত্ব করেন, নগর ব্যবস্থাপনা ইউনিটের অতিরিক্ত প্রধান প্রকৌশলী শেখ মুজাক্কা জাহের এবং এলজিসিআরপির সমন্বয়কারী ও প্রকল্প পরিচালক এন এস এম জিল্লুর রহমান।

এআরএস