নৌপরিবহণ প্রতিমন্ত্রী

বাংলাদেশের ৩ বন্দর ব্যবহার করতে চায় নেপাল

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ফেব্রুয়ারি ১৩, ২০২৪, ০২:০৫ পিএম
বাংলাদেশের ৩ বন্দর ব্যবহার করতে চায় নেপাল
নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। ছবি: সংগৃহিত

বাংলাদেশে মোংলা সমুদ্র বন্দর, বাংলাবান্ধা ও বুড়িমারী স্থলবন্দর ব্যবহার করতে চায় নেপাল।

মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে সচিবালয়ে নৌপরিবহণ মন্ত্রণালয়ে বাংলাদেশের নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভাণ্ডারি নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরীর সঙ্গে সাক্ষাৎ করে এ আগ্রহের কথা জানান। বৈঠক শেষে নৌপরিবহন প্রতিমন্ত্রী সাংবাদিকদের এতথ্য জানান।

আগামী দুই-তিন মাসের মধ্যে এ নিয়ে আরও একটা বৈঠক হবে, সেখানে এই বিষয়গুলো চূড়ান্ত হবে বলেও প্রতিমন্ত্রী জানান।

এআরএস