ডিএমপি কমিশনার

ঈদ যাত্রায় অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগ পেলে ব্যবস্থা

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: এপ্রিল ৩, ২০২৪, ০৩:১৩ পিএম
ঈদ যাত্রায় অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগ পেলে ব্যবস্থা

ঈদ যাত্রায় যাতায়াতে পরিবহনে অতিরিক্ত ভাড়া নেওয়ার কোন অভিযোগ পেলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার হাবিবুর রহমান।

বুধবার (৩ এপ্রিল) ঢাকা মেট্রোপলিটন পুলিশ কার্যালয়ে পরিবহণ মালিক সমিতি ও শ্রমিক সমিতির সাথে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কর্মকর্তাদের ঈদ যাত্রা নিরাপদ করার লক্ষ্যে আয়োজিত মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি।

ডিএমপি কমিশনার বলেন, ঈদ যাত্রায় মহাসড়কে পিটনেস বিহীন গাড়ি চলাচল করতে পারবে না। পিটনেস বিহীন কোন গাড়ি যাতে ঢাকায় প্রবেশ করতে না পারে সে জন্য ব্যবস্থা নিতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কর্মকর্তাদের নির্দেশ দেন।

লাইসেন্স বিহীন ড্রাইভার, অপাপ্ত বয়স্ক ড্রাইভার ও অধিক যাত্রী পরিবহণ ও গতি রোধে কর্মকর্তাদের নির্দেশনা ডিএমপি কমিশনার।

বিআরইউ