ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের জলবায়ু কর্ম-পরিকল্পনা ঘোষণা

ঢাবি প্রতিনিধি প্রকাশিত: মে ১২, ২০২৪, ০৮:০৮ পিএম
ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের জলবায়ু কর্ম-পরিকল্পনা ঘোষণা

ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন দেশে প্রথমবারের মতো জলবায়ু কর্ম-

পরিকল্পনা (Climate  Action Plan) ঘোষণা করেছে।

রোববার (১২ মে) রবিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে এক অনুষ্ঠানে এই কর্ম-পরিকল্পনা ঘোষণা করা হয়।

অনুষ্ঠানে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী সাবের হোসেন চৌধুরী এমপি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম, দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস, ব্রিটিশ হাই কমিশনেরডেপুটি হাই কমিশনার ম্যাট ক্যানেল, ‘সি৪০ সিটির’ এক্সিকিউটিভ ডিরেক্টর মার্ক ওয়াটস এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ভূগোল ও পরিবেশ বিভাগের ইমেরিটাস অধ্যাপক নজরুল ইসলাম বক্তব্য রাখেন।

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী সাবের হোসেন চৌধুরী জলবায়ু কর্ম-পরিকল্পনা

বাস্তবায়নে সমন্বিতভাবে কাজ করার জন্য মন্ত্রণালয়, সিটি কর্পোরেশন ও স্থানীয় জনপ্রতিনিধিদের প্রতি আহ্বান জানান। সকল মন্ত্রণালয়, উন্নয়ন সহযোগী ও সাধারণ মানুষকে সম্পৃক্ত করে এই কর্ম-পরিকল্পনা বাস্তবায়নের উপর গুরুত্বারোপ করে তিনি বলেন, তাহলেই কাঙ্ক্ষিত সফলতা আসবে।

ঢাকাকে বাসযোগ্য শহর হিসেবে গড়ে তুলতে নগর বনায়ন প্রকল্প আবার শুরু করা হবে বলে তিনি উল্লেখ করেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল বৈশ্বিক জলবায়ুপরিবর্তনের

বিরূপ প্রভাব মোকাবেলায় বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশগুলোকে আর্থিক সহযোগিতা প্রদানের জন্য উন্নত দেশসমূহের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, "বিশ্বের উন্নত দেশসমূহই মূলত: কার্বন নিঃসরণের জন্য দায়ী।

অথচ ক্ষতিগ্রস্ত হচ্ছে বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশ। তাই জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলা

এবং জনস্বাস্থ্য রক্ষায় উন্নত দেশসমূহের বিশাল দায়িত্ব রয়েছে। আর্থিক সহায়তা দিয়ে তাদের সেই দায়িত্ব পালন করতে হবে"।

দূষণমুক্ত নিরাপদ বিশ্ব গড়ে তুলতে সর্বত্র সোচ্চার হওয়ার জন্য তিনি সকলের প্রতি আহ্বান জানান।

উপাচার্য বলেন, বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশে সংঘটিত প্রাকৃতিক দুর্যোগ ও ক্ষয়-ক্ষতির সঠিক চিত্র এবং এসংক্রান্ত তথ্য-উপাত্ত গবেষণার মাধ্যমে বিশ্ব দরবারে তুলে ধরতে হবে। সময়োপযোগী জলবায়ু কর্ম-পরিকল্পনা প্রণয়নের জন্য তিনি ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনকে ধন্যবাদ জানান।

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম বলেন, "জলবায়ু কর্ম-পরিকল্পনা অনুযায়ী

ঢাকায় ২০৩০ সালের মধ্যে ১৪ দশমিক ৯ ভাগ, ২০৪০ সালের মধ্যে ৩৩ দশমিক ৮ ভাগ এবং ২০৫০ সালের

মধ্যে ৭০ দশমিক ৬ ভাগ কার্বন নিঃসরণ কমানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে"। এই লক্ষ্যমাত্রা অর্জনে তিনি নগরবাসীসহ সংশ্লিষ্ট সকলের সহযোগিতা চান।

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস জলবায়ু কর্ম-পরিকল্পনা

বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য সকলের প্রতি আহ্বান জানিয়ে বলেন, "এই পরিকল্পনা বাস্তবায়নে বাজেটে অর্থ-বরাদ্দ বৃদ্ধি করা হবে"।

আরএস