পেনশনে বৈষম্যমূলক প্রজ্ঞাপন প্রত্যাহারের দাবিতে ঢাবির অফিসার্স অ্যাসোসিয়েশনের মানববন্ধন

ঢাবি প্রতিনিধি প্রকাশিত: মে ১২, ২০২৪, ০৮:১১ পিএম
পেনশনে বৈষম্যমূলক প্রজ্ঞাপন প্রত্যাহারের দাবিতে ঢাবির অফিসার্স অ্যাসোসিয়েশনের মানববন্ধন

সরকার কর্তৃক সম্প্রতি জারিকৃত পেনশন সংক্রান্ত বৈষম্যমূলক প্রজ্ঞাপন প্রত্যাহারের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি)‍‍`র  অফিসার্স অ্যাসোসিয়েশনের নেতারা রবিবার (১২ মে) সকাল ১১ টায় ঢাকা বিশ্ববিদ্যালয় স্মৃতি চিরন্তনে  মানববন্ধন কর্মসূচি পালন করেন।

মানববন্ধনে সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয় অফিসার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মো. আব্দুল মোতালেব এবং পরিচালনা করেন অ্যাসোসিয়েশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. মোজাম্মেল হক।

মানববন্ধনে বক্তব্য করেন ঢাকা বিশ্ববিদ্যালয় অফিসার্স অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি মো. মনিরুল ইসলাম, সহ-সভাপতি মো. এমদাদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মো. রেজাউল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক শেখ আনোয়ারুল ইসলাম,মো. কামরুল ইসলাম, মো. রাশিদুজ্জামান,কাজী সাইদুল ইসলাম,মো. রফিকুল ইসলাম সুজন,মো. ওমর ফারুক  প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, "গত ১৩ মার্চ (২০২৪) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রানলয় কর্তৃক জারিকৃত একটি বৈষম্যমূলক প্রজ্ঞাপন ঢাকা বিশ্ববিদ্যালয় অফিসার্স অ্যাসোসিয়েশনের দৃষ্টিগোচর হয়েছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ‍‍`ঢাকা বিশ্ববিদ্যালয়‍‍` সহ গবেষণা প্রতিষ্ঠানসমূহকে

স্বায়ত্তশাসন প্রদান করে শিক্ষা ও গবেষণাকে মর্যাদার আসনে অধিষ্ঠিত করেছিলেন। শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের প্রতি সম্মান প্রদর্শন করেছিলেন। এরই ধারাবাহিকতায় আরো স্বায়ত্বশাসিত বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা লাভ করে। এই প্রজ্ঞাপন জাতির পিতা

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শিক্ষাদর্শনের প্রতি চরম অবমাননা প্রদর্শনের শামিল। শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের প্রতি এই বৈষম্যমূলক পদক্ষেপের ফলে প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার উন্নত রাষ্ট্র গঠনের স্বপ্ন বাস্তবায়ন ব্যাহত হবে।

কেননা, এর ফলে মেধাবীরা বিশ্ববিদ্যালয়ে চাকুরিতে আসতে আগ্রহী হবে না। এই প্রজ্ঞাপনের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের সরকারের মুখোমুখি দাঁড় করানোর দুরভিসন্ধি রয়েছে কিনা সেটাও ভেবে দেখা দরকার। অবিলম্বে এই

বৈষম্যমূলক প্রজ্ঞাপন বাতিল করে পূর্বের ন্যায় পেনশন চালু রাখার জন্য সরকারের নিকট জোর দাবি জানাই। সর্বজনীন পেনশনের ক্ষেত্রে এই বৈষম্যমূলক প্রজ্ঞাপন ঢাকা বিশ্ববিদ্যালয় অফিসার্স অ্যাসোসিয়েশন ও বিশ্ববিদ্যালয় পরিবার কখনো মেনে

নিবে না"।

কর্মসূচিতে বিপুল সংখ্যক কর্মকর্তাগণ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

আরএস