ধোলাইখালে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের আগুন নিয়ন্ত্রনে

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: মে ১৮, ২০২৪, ১২:৩৫ পিএম
ধোলাইখালে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের আগুন নিয়ন্ত্রনে

রাজধানীর ধোলাইখালে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে লাগা আগুন প্রায় দেড় ঘণ্টায় নিয়ন্ত্রণে এসেছে। 

শনিবার (১৮ মে) সকাল সাড়ে ১০টার দিকে চারতলা একটি ভবনের দ্বিতীয় তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।ফায়ার সার্ভিসের ৫টি ইউনিটের চেষ্টায় দুপুর ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিস থেকে জানানো হয়েছে, সকাল ১০টা ৪০ মিনিটে তারা আগুন লাগার খবর পান। সূত্রাপুর ফায়ার স্টেশনের ৫টি ইউনিট কাজ করছে।

এ ছাড়া সিদ্দিকবাজার ফায়ার স্টেশন থেকে আরও ২টি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়। পরে ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতি সম্পর্কে বিস্তারিত জানাতে পারেনি ফায়ার সার্ভিস।

 

বিআরইউ