ফান্ডামেন্টাল অব জার্নালিজম-২০২৪ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: জুন ৩০, ২০২৪, ০৮:৫০ পিএম
ফান্ডামেন্টাল অব জার্নালিজম-২০২৪ অনুষ্ঠিত

কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে সাংবাদিকতায় আগ্রহী শিক্ষার্থীদের নিয়ে ফান্ডামেন্টাল অব জার্নালিজমের ওপর দিনব্যাপী ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকাল ৮টায় কলেজের সভাকক্ষে সেন্টার ফর অ্যাডভান্স মিডিয়া এডুকেশনের পক্ষ থেকে এ আয়োজন করা হয়।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের অধ্যক্ষ ড. আবু জাফর খান।

আরও উপস্থিত ছিলেন- টিআরটি ওয়ার্ল্ড বাংলাদেশ প্রতিনিধি কামরুজ্জামান বাবলু, কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের সহকারী অধ্যাপক মুতাছিম বিল্লাহ, সেন্টার ফর অ্যাডভান্স মিডিয়া এডুকেশনের এক্সিকিউটিভ ডিরেক্টর প্লাবন তারিক, মাল্টিমিডিয়া ইন্সট্রাক্টর মমিন মিল্লাত প্রমুখ।

উপস্থিত শিক্ষার্থীরা বলেন, এরকম দক্ষতা উন্নয়ন কর্মশালা আয়োজনে আমরা অনেক উপকৃত হয়েছি। ধন্যবাদ সেন্টার ফর অ্যাডভান্স মিডিয়া এডুকেশনকে এরকম সুন্দর আয়োজন করার জন্য।

অনুষ্ঠানে মৌলিক সাংবাদিকতা, ফিচার ও কলাম লেখা, সাংবাদিকতার ক্ষেত্র এবং এর সামাজিক প্রভাব ও মোজো সাংবাদিকতা নিয়ে আলোচনা করেন বক্তারা।

ইএইচ