ছাত্রলীগ-কোটাবিরোধীদের সংঘর্ষ: আমার সংবাদের প্রতিবেদক আহত

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: জুলাই ১৫, ২০২৪, ০৬:২৮ পিএম
ছাত্রলীগ-কোটাবিরোধীদের সংঘর্ষ: আমার সংবাদের প্রতিবেদক আহত

কোটা আন্দোলন শিক্ষার্থী ও ছাত্রলীগের সংঘর্ষের সংবাদ সংগ্রহ করতে গেলে আমার সংবাদের ডিজিটাল বিভাগের রিপোর্টার মিরাজ উদ্দিনসহ বেশ কয়েকজন সাংবাদিক আহত হয়েছেন।

রোববার প্রধানমন্ত্রীর বক্তব্য প্রত্যাহারের দাবিতে টিএসসিতে বিভিন্ন হল থেকে স্লোগান দিয়ে জড়ো হতে থাকে কোটাবিরোধী আন্দোলনকারীরা।

এ সময় হলের মধ্যে আটকিয়ে রাখার অভিযোগে মিছিল নিয়ে হলের দিকে যায় আন্দোলনরত শিক্ষার্থীরা। প্রথমে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে গিয়ে স্লোগান দিতে থাকে। পরে জিয়াউর রহমান হলেও শোডাউন দেয় শিক্ষার্থীরা। এরপর বিজয় একাত্তর হলে যেতে চাইলে বাঁধা দেয় ছাত্র লীগের কর্মীরা।

শিক্ষার্থীরা তাদের ব্যারিকেট ভেঙে ভিতরে প্রবেশ করলে হলের ভেতর থেকে ইট ও গ্লাস মারতে থাকে আন্দোলনরত শিক্ষার্থীর উদ্দেশ্য।

ধীরে ধীরে উত্তপ্ত অবস্থায় হয়ে উঠে বিজয় একাত্তর হল। একসময় দুপক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে। এ সময় সংবাদ সংগ্রহ করতে গেলে আমার সংবাদের ডিজিটাল বিভাগের রিপোর্টোর মিরাজ এবং ডেইলি বাংলাদেশের মাল্টিমিডিয়া রিপোর্টার মারুফ গুরুতর আহত হন।

আরএস/ইএইচ