সড়কে গাড়ি তল্লাশি করছে শিক্ষার্থীরা

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: আগস্ট ৪, ২০২৪, ১২:৫২ পিএম
সড়কে গাড়ি তল্লাশি করছে শিক্ষার্থীরা

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে অসহযোগ আন্দোলনে সড়কে চলাচল করা যানবাহনে তল্লাশি করছে শিক্ষার্থীরা। তাদের দাবি, গাড়িতে জরুরি কাজ ছাড়া কারা বের হয়েছে তা তল্লাশি করা হচ্ছে।

রোববার (৪ আগস্ট) দুপুর ১২টায় রাজধানীর রামপুরা-বাড্ডা সড়কে এই চিত্র দেখা যায়।

একদফা দাবি আদায়ে সকাল ১০টা ৪৫ মিনিট খণ্ড খণ্ড মিছিল নিয়ে ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের সামনে আফতাবনগরের গেটে জড়ো হতে শুরু করেন আন্দোলনকারীরা।

এসময় শিক্ষার্থীরা হাতে লাঠিসোঁটা ও জাতীয় পতাকা বেঁধে জড়ো হয়। তারা এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ নিয়ে বিভিন্ন স্লোগান দেন।

নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষার্থী বলেন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা জড়ো হলে আমরা রামপুরা বাড্ডা সড়ক অবরোধ করব।

বিআরইউ