‘হ্যাকড হয়নি প্রথম আলো’

আমার সংবাদ ধর্ম ডেস্ক প্রকাশিত: সেপ্টেম্বর ৯, ২০২৪, ১২:০৫ পিএম
‘হ্যাকড হয়নি প্রথম আলো’

নিরাপত্তা-ত্রুটি বের করে দৈনিক প্রথম আলোর সম্পাদক ও কর্মীদের উদ্দেশে বার্তা প্রকাশ করেছে হ্যাকার। 
প্রথম আলো কর্তৃপক্ষ বলছে, এটাকে হ্যাকড বলা যাবে না। শুধুমাত্র প্রথম আলোর অনলাইন ভার্সনের একটা পার্ট এক্সেস নিয়েছে। 
বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন প্রথম আলোর অনলাইন ইনচার্জ শওকত মাসুম।
বলেন, অনলাইনের এক্সেসটা আমাদের কাছে পুরোটাই আছে। এক্সেসের একটা পার্টে ওরা (হ্যাকড চেষ্টাকারী) এক্সেস নিয়েছে। এটা নিয়ে ওদের সঙ্গে কথা বলছি। এটা হ্যাকড হয়নি। মানে একটা এক্সেস তারা নিয়েছে, এটারই আনুষ্ঠানিক বক্তব্যটা আমরা পরে দেব।

তিনি বলেন, আমরা নিউজ আপ করতে পারছি। আমাদের যারা ভেন্ডর তাদের সঙ্গে আমরা যোগাযোগ করেছি, তারা আমাদের সঠিক কারণটা জানাচ্ছে। ভেন্ডর জানালেই আমরা একটা ঘোষণা দেব।

ইএইচ