ঢাবি এলাকায় ৬৫ বছর বয়সী নারীকে গণধর্ষণের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: সেপ্টেম্বর ১২, ২০২৪, ১২:৫৩ এএম
ঢাবি এলাকায় ৬৫ বছর বয়সী নারীকে গণধর্ষণের অভিযোগ

রাজধানীর ঢাকা বিশ্ববিদ্যালয়ের সোহরাওয়ার্দী উদ্যানে ৬৫ বছর বয়সী এক নারীকে গণধর্ষণের অভিযোগ উঠেছে।

গত ৭ সেপ্টেম্বর রাতে এ ঘটনা ঘটে। পরদিন ওই নারীকে অচেতন অবস্থায় উদ্ধার করে শাহবাগ থানায় হস্তান্তর করেন কয়েকজন শিক্ষার্থী। পরে পুলিশ ওই নারীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান।

বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন রয়েছেন। এই ঘটনায় শাহবাগ থানার এসআই জাহাঙ্গীর আলম বাদী হয়ে মঙ্গলবার একটি মামলা দায়ের করেন।

জানা গেছে, ভুক্তভোগী নারী সাহায্য সংগ্রহ করতে নারায়ণগঞ্জ থেকে ঢাকায় এসেছিলেন। কয়েকদিন ঢাকার বিভিন্ন এলাকায় সাহায্য সংগ্রহ করেছেন। গত শুক্রবার সন্ধ্যায় তিনি সোহরাওয়ার্দী উদ্যানের রমনা কালি মন্দির এলাকায় সাহায্য সংগ্রহের জন্য আসেন। শনিবার দিবাগত রাত ১ টার দিকে পানি পান করতে মন্দিরের প্রধান ফটকের সামনে যান। সেখানে অজ্ঞাতনামা ৭-৮ জন্য তাকে সাহায্য করার নাম করে কালি মন্দিরের পাশে গ্লাস টাওয়ারের দক্ষিণ পাশে ভাবনার ছাতার নিচে নিয়ে যায়। সেখানে তাকে ওই ব্যক্তিরা গণধর্ষণ করে।

শাহবাগ থানার একটি সূত্র জানিয়েছে, ভুক্তভোগীর শরীরে চিহ্ন দেখে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তাকে  গণধর্ষণ করা হয়েছে।

ইএইচ