‘আমির হোসেন আমু আছেন’ সন্দেহে বাসা ঘেরাও

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: সেপ্টেম্বর ৩০, ২০২৪, ১১:০৪ এএম
‘আমির হোসেন আমু আছেন’ সন্দেহে বাসা ঘেরাও

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও ১৪ দলের সমন্বয়ক আমির হোসেন আমু অবস্থান করছেন এমন ভিত্তিতে রোববার রাতে বসুন্ধরা আবাসিক এলাকার একটি বাসা ঘিরে রাখেন শিক্ষার্থী ও সাধারণ জনগণ। তবে শেষ পর্যন্ত সেখানে পাওয়া যায়নি তাকে।

রোববার রাত ১০টা থেকে ভোর ৪টা পর্যন্ত বসুন্ধরার সি ব্লকের দুই নম্বর রোডের বাসার চারপাশে ঘিরে রাখা হয়।

শিক্ষার্থীরা বাসায় তল্লাশি চালাতে চাইলে তাদের উপর চড়াও হয় ওই ভবনটির মালিক। একপর্যায়ে রাত দুইটার দিকে বাসার গেট ভেঙে ভেতরে ঢোকেন শিক্ষার্থীরা। এ সময় বাসার নিচ তলায় বেশ কিছু ফার্নিচার ও গ্লাস ভাঙচুর করেন তারা।

প্রবীণ আওয়ামী লীগ নেতা আমির হোসেন আমুর বিরুদ্ধে ঝালকাঠিতে অস্ত্র, বিস্ফোরক ও বিশেষ ক্ষমতা আইনে নালিশি মামলা হয়েছে। এছাড়া তার ব্যাংক হিসাব জব্দেরও নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)।

একইসঙ্গে আমুর সন্তান এবং তাদের মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবের লেনদেন স্থগিত করার নির্দেশ দেওয়া হয়েছে। হিসাব জব্দ করাদের ব্যক্তিগত ও ব্যবসায়িক অ্যাকাউন্টের মাধ্যমে সব লেনদেন বন্ধ থাকবে। আগামী ৩০ দিন এসব হিসাবে কোনো ধরনের লেনদেন করতে পারবেন না তারা।

গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর অনেক মন্ত্রী ও নেতা গ্রেপ্তার হয়েছেন।

ইএইচ