চকবাজারে রাকিব হত্যা: আ.লীগ ও ছাত্রলীগের ২ নেতা গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: অক্টোবর ৮, ২০২৪, ১০:৫৯ পিএম
চকবাজারে রাকিব হত্যা: আ.লীগ ও ছাত্রলীগের ২ নেতা গ্রেপ্তার

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে রাজধানীর চকবাজারে নিহত মো. রাকিব হাওলাদার হত্যা মামলায় আওয়ামী লীগ ও ছাত্রলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে চকবাজার মডেল থানা পুলিশ।

মঙ্গলবার চকবাজার মডেল থানা এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয় বলে গণমাধ্যমকে জানিয়েছেন ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।

গ্রেপ্তাররা হলেন- চকবাজার মডেল থানা ছাত্রলীগের দপ্তর সম্পাদক মো. আরিফ ও চকবাজার থানার ২৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. ওবায়দুল ইসলাম মিলন।

ডিসি মুহাম্মদ তালেবুর রহমান বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে রাজধানীর চানখারপুল মোড় এলাকায় মো. রাকিব হাওলাদার হত্যার ঘটনায় ২৩ সেপ্টেস্বর চকবাজার মডেল থানায় একটি মামলা হয়।

ডিসি তালেবুর রহমান আরও বলেন, আওয়ামী লীগের নেতাকর্মীদের ছোড়া গুলিতে মো. রাকিব হাওলাদার পেটে গুলিবিদ্ধ হন। গুরুতর আহত রাকিবকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল নেওয়ার চেষ্টা করলে আওয়ামী লীগের নেতাকর্মীরা বাধা দেয়। পরে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালে নিয়ে গেলে বেলা পৌনে তিনটার দিকে কর্তব্যরত চিকিৎসক রাকিবকে মৃত ঘোষণা করেন।

ইএইচ