২৫টি ককটেল নিষ্ক্রিয় করলো সিটিটিসি

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: নভেম্বর ৪, ২০২৪, ১২:৪০ এএম
২৫টি ককটেল নিষ্ক্রিয় করলো সিটিটিসি

রাজধানীর বংশাল থানার ফুলবাড়ীয়া ওয়াসা পানির ট্যাংক অফিসের পেছন থেকে পরিত্যক্ত অবস্থায় ২৫টি ককটেলসদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ।

পরে সেগুলো সফলভাবে নিষ্ক্রিয় করে ডিএমপির সিটিটিসির বোম্ব ডিসপোজাল ইউনিট।

রোববার রাতে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানান।

তিনি জানান, শনিবার রাত ৯টার দিকে বংশাল থানার ফুলবাড়ীয়া বিআরটিসি টিকিট কাউন্টার সংলগ্ন পশ্চিম পাশে ওয়াসার পানির ট্যাংক অফিসের পেছনে একটি রেইনট্রি গাছের নিচে ককটেলসদৃশ বস্তু দেখতে পেয়ে স্থানীয় এক ব্যক্তি পুলিশকে বিষয়টি জানায়। পরে বংশাল থানা পুলিশের একটি টিম দ্রুত ঘটনাস্থলে গিয়ে আশপাশের প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চিত করে।

এরপর ককটেলসদৃশ বস্তু পাওয়ার বিষয়টি বংশাল থানা পুলিশ সিটিটিসির বোম্ব ডিসপোজাল ইউনিটকে জানালে রাত ১১টায় বোম্ব ডিসপোজাল ইউনিটের একটি চৌকস দল ঘটনাস্থলে যায়। এরপর সুরিটোলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সেগুলো যথাযথ প্রক্রিয়ায় নিষ্ক্রিয় করা হয়।

তিনি আরও জানান, বিষয়টি তদন্ত করছে বংশাল থানা পুলিশ। এ ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ইএইচ