ছয় বিভাগে এলজিইডির অতিরিক্ত প্রধান প্রকৌশলী নিয়োগ

আমার সংবাদ ডেস্ক প্রকাশিত: ডিসেম্বর ১, ২০২৪, ১১:১৪ পিএম
ছয় বিভাগে এলজিইডির অতিরিক্ত প্রধান প্রকৌশলী নিয়োগ

দেশের ৬ বিভাগে এলজিইডির অতিরিক্ত প্রধান প্রকৌশলী নিয়োগ দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার।

রোববার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, তত্ত্বাবধায়ক প্রকৌশলী গৌতম প্রসাদ চৌধুরীকে এলজিইডির রাজশাহী বিভাগের অতিরিক্ত প্রধান প্রকৌশলী (চলতি দায়িত্বে), মো. ছোহরাব আলীকে ময়মনসিংহ বিভাগে, কাজী গোলাম মোস্তফাকে চট্টগ্রাম বিভাগে, মো. মনজুরুল ইসলামকে রংপুর বিভাগে, মো. গোলাম মোস্তফাকে খুলনা বিভাগে এবং মো. মোস্তফা হাসানকে এলজিইডি সদরদপ্তরের অতিরিক্ত প্রধান প্রকৌশলীর দায়িত্ব দেওয়া হয়েছে।

এ দায়িত্ব আগামী ছয়মাস বহাল থাকবে এবং চলতি দায়িত্ব পদোন্নতি হিসেবে দাবি করা যাবে না বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

ইএইচ