বাংলাদেশ উপহাইকমিশনে হামলার প্রতিবাদ

ইসলামী আন্দোলন বাংলাদেশের বিক্ষোভ মিছিল আজ

নিজস্ব প্রতিবেদক: প্রকাশিত: ডিসেম্বর ৩, ২০২৪, ১১:৩১ এএম
ইসলামী আন্দোলন বাংলাদেশের বিক্ষোভ মিছিল আজ

ভারতের আগরতলায় বাংলাদেশ উপহাইকমিশনে হামলা ও বাংলাদেশ বিরোধী ভারতীয় উস্কানীর প্রতিবাদে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর উদ্যোগে আজ মঙ্গলবার ( ৩ ডিসেম্বর)  বিকেল ৩টায় রাজধানীর বায়তুল মোকাররম উত্তর গেটে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে।

সমাবেশে প্রধান অতিথি থাকবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ।

সভাপতিত্ব করবেন সংগঠনের সহকারী মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি মাওলানা মুহাম্মাদ ইমতিয়াজ আলম।

বিক্ষোভ মিছিল সফলের আহ্বান জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তর সেক্রেটারি মাওলান আরিফুল ইসলাম ও ঢাকা মহানগর দক্ষিণ সেক্রেটারী ডা. শহিদুল ইসলাম। এক যুক্ত বিবৃতিতে নেতৃদ্বয় আগামীকালের বিক্ষোভ সমাবেশ সফল করে ভারতের অনৈতিক ও আন্তর্জাতিক আইন বিরোধী কর্মকাণ্ড রুখে দাঁড়ানোর আহ্বান জানান।

বিআরইউ