সাতরাস্তায় টায়ার জ্বালিয়ে শ্রমিকদের অবরোধ

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ডিসেম্বর ১০, ২০২৪, ১১:২৪ পিএম
সাতরাস্তায় টায়ার জ্বালিয়ে শ্রমিকদের অবরোধ

এক নেতাকে গ্রেপ্তারের প্রতিবাদে রাজধানীর সাতরাস্তা এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন শ্রমিকরা। ফলে সাতরাস্তা থেকে মহাখালী পর্যন্ত দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে।

এ সময় রাস্তায় টায়ার জ্বালিয়ে ঘটনাস্থলে অবস্থান করতে দেখা যায় তাদের।

মঙ্গলবার গুলশান বিভাগের তেজগাঁও শিল্পাঞ্চলের ডিসি রফিকুল ইসলাম বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

বলেছেন, শ্রমিকরা সন্ধ্যার পর থেকে সড়কে নেমে আসে এবং সাত রাস্তার মোড়ে ট্রাক রেখে সড়ক অবরোধ করে। এ কারণে যানজট সৃষ্টি হয়েছে।

তেজগাঁও পুলিশের সূত্র জানায়, বিকালে তালুকদার মো. মনির হোসেন নামে এক শ্রমিককে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে পল্টন থানায় একটি হত্যা মামলা ছিল।

শেষ খবর পাওয়া পর্যন্ত, সাতরাস্তা ও তিব্বত সড়কে যানজট সৃষ্টি হয়েছে, যা মহাখালী পর্যন্ত গিয়ে ঠেকেছে। এতে উভয়পাশে শতশত গাড়ি ইঞ্জিন বন্ধ করে দাঁড়িয়ে আছে।

ইএইচ