জমকালো আয়োজনের মধ্যদিয়ে ‘ওবাক’র পুনর্মিলনী

আমার সংবাদ ডেস্ক প্রকাশিত: ডিসেম্বর ২৬, ২০২৪, ০২:১২ পিএম
জমকালো আয়োজনের মধ্যদিয়ে ‘ওবাক’র পুনর্মিলনী

খিলগাঁও সরকারি উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র সমিতি (ওবাক) এর জমকালো পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

বুধবার (২৫ ডিসেম্বর) সকাল থেকে রাত পর্যন্ত নানান আয়োজনে মেতে উঠেন বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীরা।

হইহুল্লোড় আর আনন্দ উচ্ছ্বাসে বন্ধুরা মেতেছিল পুরোটা সময়। স্কুলের ২০০৬ শিক্ষা বর্ষের প্রাক্তন ছাত্র সাবা শারীক জানান, স্কুল জীবন পার করার পর দীর্ঘ সময় অনেক বন্ধুদের সাথে দেখা হয়নি, যা সম্ভব হয়েছে ‘ওবাক’ এর এই পুনর্মিলনীর মাধ্যমে। 

ওবাকের এই পুনর্মিলনী সকাল ৮ টায় কোরআন তিলাওয়াতের মাধ্যমে শুরু হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক, প্রথম ব্যাচের ছাত্র হাফিজুর রহমান ময়না (ব্যাচ ৬৭) আয়োজনের সভাপতি শাহ মো. ওয়াজি-উল্লাহ রিপন জাতীয় সংগীতের সাথে জাতীয় পতাকা এবং ওবাকের পতাকা উত্তোলন করেন। বেলুন ও পায়রা উড়িয়ে  অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন।

এর সাথে সাথে শুরু হয়ে যায় মূল অনুষ্ঠান অ্যাসেম্বলি এবং র‍্যালির মাধ্যমে ক্রমান্বয়ে বিদ্যালয়ের ব্যাচ ভিত্তিক পরিচিতি প্রাক্তন ছাত্র-শিক্ষকদের স্মৃতিচারণ মূলক আলোচনা অনুষ্ঠান। দুপুরের খাবার বিরতির পর শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। অনেক দিন পর বন্ধুদের কাছে পেয়ে সবাই যেন সেই কৈশোরে ফিরে যায়। নানা গল্প আর হাসি তামাশায় কর্ম জীবনের গ্লানি যেন মুহূর্তে ভুলে সবাই আবার স্কুল জীবনে ফিরে আসে।

এরপর বিকেল থেকে শুরু হয় নানারকম মনোজ্ঞ সাংস্কৃতিক আয়োজন। পাশাপাশি শীতের নানান পিঠার স্বাদে মজেছিল সবাই।

সন্ধ্যা থেকে শুরু হয় আয়োজনের মূল আকর্ষণ ব্যান্ড শো। অনেক জনপ্রিয় ব্যান্ড দল অংশ নেয় এই ব্যান্ড শো তে, যাদের অনেক ব্যান্ড দল এই বিদ্যালয়ের ছাত্রদের। যার মধ্যে উল্লেখযোগ্য- সাব্বির আলম সোমন এর ৯৮ ফ্রেন্ডস, ২০০৬ ব্যাচের সামুর প্রজন্ম বাউল,২০০৭ ব্যাচের আরিফ  বাংলাদেশি আইডল‍‍`র প্রথম রানারআপ ছিল। এছাড়াও এই ব্যান্ড শোতে অংশ নেয় দেশ বরেণ্য ব্যান্ডদল ওয়্যারফেজ এবং জলের গান।

প্রাক্তন ছাত্ররা মাতোয়ারা হয়ে উপভোগ করে এই প্রাণবন্ত ব্যান্ড শো। সর্বশেষ আতশবাজির মধ্যদিয়ে শেষ হয় এই জমকালো আয়োজন।

বিআরইউ