কুষ্টিয়া ও নারায়ণগঞ্জে নতুন ডিসি

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ডিসেম্বর ৩০, ২০২৪, ১০:৪৯ পিএম
কুষ্টিয়া ও নারায়ণগঞ্জে নতুন ডিসি

নারায়ণগঞ্জ ও কুষ্টিয়ার জেলা প্রশাসক (ডিসি) পদে দুই কর্মকর্তাকে পদায়ন করা হয়েছে।

সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, কুষ্টিয়ার জেলা প্রশাসক (ডিসি) মো. তৌফিকুল রহমানকে নারায়ণগঞ্জে এবং গাজীপুর সিটি করপোরেশনের সচিব (উপসচিব) শামীম আরা রিনিকে কুষ্টিয়ার জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট পদে পদায়ন করা হলো।

জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

ইএইচ