আলোর পথে মানবিক ফাউন্ডেশন’র ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত

আমার সংবাদ ডেস্ক প্রকাশিত: ফেব্রুয়ারি ৯, ২০২৫, ১০:৫১ এএম
আলোর পথে মানবিক ফাউন্ডেশন’র ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত

আলোর পথে মানবিক ফাউন্ডেশন এর ৪র্থ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা ও ক্রেস্ট বিতরণী ও সদস্য সংগ্রহ অনুষ্ঠিত হয়েছে। ‘আগে মানবতা, পরে অন্য কথা’ এই স্লোগানে- এগিয়ে যাচ্ছে ফাউন্ডেশনটি।

শনিবার (৮ ফেব্রুয়ারি) রাজধানীর যাত্রাবাড়ির ধলপুর বৌ বাজারে আলোর পথে মানবিক ফাউন্ডেশনের ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত হয়।

আলোর পথে মানবিক ফাউন্ডেশন রক্তদান হোক আপনার উত্তম দান,আপনার  রক্তে বাজবে অন্যের প্রাণ। এই আলোকে এগিয়ে যাচ্ছে ফাউন্ডেশনটি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, প্রতিষ্ঠাতা  সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক মো. পারভেজ, সাংগঠনিক সম্পাদক মো. আঃমান্নান, সভাপতি মো. শহিদুল ইসলাম, প্রচার সম্পাদক মো. সাগর হোসেন,উপদেষ্টা মো. শহিদুল হাসান, উপদেষ্টা   মো. বিল্লাল খন্দকার, কোষাধ্যক্ষ মো. জাহিদ হাসান, সদস্য মো. সুমন খান ও অন্যন্যা সদস্য বিন্দুরা।

আরো উপস্থিত ছিলেন, রক্ত দাতা ভাই এবং বোনেরা।পরিশেষে একটাই কথা আগে  মানবতা পরে অন্য কথা এই স্লোগান নিয়ে এগিয়ে যেতে চাই আলোর পথে মানবিক ফাউন্ডেশন।

বিআরইউ