সম্মেলনের মাধ্যমে সারা দেশের জেলা প্রশাসকরা (ডিসি) স্ব-উদ্যোগে আরও উৎসাহের সঙ্গে জনগণকে নিয়ে কাজ করতে পারবে বলে মন্তব্য করেছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোখলেসুর রহমান।
মঙ্গলবার রাতে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক সম্মেলনের তৃতীয় অধিবেশনে জনপ্রশাসন মন্ত্রণালয়ের আলোচনা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
মো. মোখলেসুর রহমান বলেন, “মাঠ পর্যায়ে যারা কাজ করছে, তাদের সঙ্গে যাতে আমাদের সমন্বয় থাকে, সে বিষয়ে আলোচনা হয়েছে।
“আমরা এক কথায় বলতে পারি তারা মোটিভেটেড। তাদের কিছু কার্যকরী দায়িত্ব আছে, যা তারা আগের থেকে আরও উৎসাহের সঙ্গে স্ব-উদ্যোগে জনগণকে নিয়ে কাজ করতে পারবে বলে আমরা মনে করি। তাদের প্রকাশভঙ্গি তাই বলেছে।”
তিনি আরও বলেন, “আমাদের নিয়ে তাদের মধ্যে আশার একটি মেলবন্ধন তৈরি হয়েছে।”
মাঠ প্রশাসনের যে সকল দাবি উঠেছে, তা সব পূরণ হয়েছে কি না—এমন প্রশ্নের জবাবে সিনিয়র সচিব বলেন, “এখানে দাবি হয়েছে, তবে দাবি পূরণ হয়নি—এমনটা নয়।”
তিনি আরও বলেন, “আপনি, আমি, আমরা সবাই মিলে একই উদ্দেশ্য নিয়ে চললে যেখানে যে বিচ্যুতি আছে, তা উত্তরণ করা সম্ভব।”
এ সময় মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশীদ বলেন, “সকলে মিলে সরকার, সকল বিভাগের সঙ্গে আমরা মুখোমুখি হতে পেরেছি। তাদের সমস্যা ও প্রত্যাশা সবকিছু বলার চেষ্টা করেছে। এগুলো সমাধানের জন্য পদক্ষেপ নেওয়া হয়েছে। সবার মিল-মিশটাই আমাদের টার্গেট ছিল। আশা করি এর ফলাফল আমরা পাবো।”
তিনি আরও বলেন, “সারা দেশ নির্বাচনের জন্য উদগ্রীব হয়ে আছে। সরকার তারিখ ঘোষণা করলে বা সিদ্ধান্ত দিলে যেন প্রস্তুতি নিতে দেরি না হয়, সেভাবে প্রস্তুত করা হচ্ছে।”
ইএইচ