জনসন, ইমামি, সানসিল্ক, ডাভ, হেড এন্ড সোল্ডারস, পেনটিনসহ বিভিন্ন নামি দামি কোম্পানির নকল কসমেটিকস জব্দ করেছে পণ্যের মান নিয়ন্ত্রণকারী সংস্থা বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)।
বুধবার রাজধানীর বংশাল এলাকায় বিএসটিআইয়ের মোবাইল কোর্ট পরিচালনা করে এসব নকল কসমেটিকস জব্দ করা হয়।
অভিযান শেষে বিএসটিআই’র মহাপরিচালক (গ্রেড-১) এস এম ফেরদৌস আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে বংশালের পেয়ালাওয়ালা মসজিদ সংলগ্ন ৫৮, বংশাল, ঢাকার ৩য় তলায় একটি নামবিহীন নকল কসমেটিকস উৎপাদনকারী প্রতিষ্ঠানে বিএসটিআই`র বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট কানিজ ফাতেমা লিজা এর নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। প্রতিষ্ঠানটি কোনো ধরনের মান নিয়ন্ত্রণ না করে নামিদামি ব্রান্ডের নকল কসমেটিকস উৎপাদন করে আসছিল।
প্রতিষ্ঠানটিতে সানসিল্ক, ডাভ, পেনটিন, হেড এন্ড সোল্ডর শ্যাম্পু, প্যারাসুট বেলিফুল, সেসা, নবরত্ন, ইমামী ৭ ইন ১ হেয়ার অয়েল, জনসন বেবি শ্যাম্পু, বেবি অয়েল, বেবি পাউডার, ভ্যাসলিন হেয়ার টনিকসহ দেশি-বিদেশি কসমেটিকস মজুদ পাওয়া যায়। এসকল পণ্যের খালি বোতল, লেবেল, প্রস্তুতকৃত মালামাল এবং উৎপাদনে ব্যবহৃত ক্ষতিকর কেমিক্যালসহ নিম্নমানের কাঁচামাল পাওয়া যায়।
তিনি আরও বলেন, পণ্যের মান নিয়ন্ত্রণে বিএসটিআই সারাবছর মোবাইল কোর্ট ও সার্ভিল্যান্স পরিচালনা করে থাকে। আসন্ন রমজান উপলক্ষ্যে বাজার তদারকি আরো জোরদার করা হয়েছে। রমজান উপলক্ষ্যে শুধু খাদ্যপণ্য নয়, বিএসটিআই’র আওতাভুক্ত সকল পণ্যের মান নিয়ন্ত্রণে বাজারে কঠোর তদারকি শুরু হয়েছে।
অভিযানকালে প্রতিষ্ঠানের কোনো প্রতিনিধি না পাওয়ায় এসকল নকল পণ্য জব্দপূর্বক ধ্বংস করা হয়। উক্ত মোবাইল কোর্টে বিএসটিআই’র ফিল্ড অফিসার মো. তারিকুল ইসলাম সুমন প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন। এপিবিএন-১১ এর সহযোগিতায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
বিআরইউ