অপারেশন ডেভিল হান্টে মোহাম্মদপুরে গ্রেফতার আরও ৯

আমার সংবাদ ডেস্ক প্রকাশিত: ফেব্রুয়ারি ২১, ২০২৫, ০৪:৩৮ পিএম
অপারেশন ডেভিল হান্টে মোহাম্মদপুরে গ্রেফতার আরও ৯

গত ২৪ ঘণ্টায় মোহাম্মদপুর থানা এলাকার বিভিন্ন পয়েন্ট থেকে অপারেশন ডেভিল হান্টে ৯ জনকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতাররা হলেন- কাটুন (২৪), বিল্লাল (৩২), বিল্লাল (৪২), আল আমিন (২৪), মেহেদী হাসান (১৯), মো. হোসেন (২৩), মো. মিরাজ (২৬), মমিনুল ইসলাম (২০) ও সাব্বির (১৮)।

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে এ তথ্য জানান মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) এ কে এম মেহেদী হাসান।

সরকার পতনের পর রাজধানীর মোহাম্মদপুর এলাকায় চুরি, ছিনতাই, ডাকাতি ও হত্যাকাণ্ডের মতো ঘটনা বেড়ে যায়। সম্প্রতি দেশব্যাপী শুরু হওয়া অপারেশন ডেভিল হান্টে মোহাম্মদপুরে অপরাধীদের গ্রেফতারে ধারাবাহিক অভিযান চালাচ্ছে পুলিশ।

এ কে এম মেহেদী হাসান বলেন, মোহাম্মদপুর থানা পুলিশ কর্তৃক অপারেশন ডেভিল হান্টে রাতব্যাপী বিভিন্ন পয়েন্টে সাঁড়াশি অভিযান চালিয়ে হত্যা, অস্ত্র আইন, দ্রুত বিচার আইন, সন্ত্রাসবিরোধী আইন ও ডাকাতির মামলায় ৯ জনকে গ্রেফতার করা হয়।

তাদের মধ্যে খুন ও অস্ত্র আইনে ৫ জন, দ্রুত বিচার আইনে একজন, জিআর পরোয়ানায় একজন, সন্ত্রাসবিরোধী আইনে একজন ও ডাকাতি মামলায় একজনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারদের আদালতে সোপর্দ করা হয়েছে বলেও জানিয়েছেন মোহাম্মদপুর জোনের এই সহকারী পুলিশ কমিশনার।

আরএস