মাতৃভাষা দিবসে বইপ্রেমীদের পদচারণায় মুখর বইমেলা

আমার সংবাদ ডেস্ক: প্রকাশিত: ফেব্রুয়ারি ২১, ২০২৫, ০৭:৪৯ পিএম
মাতৃভাষা দিবসে বইপ্রেমীদের পদচারণায় মুখর বইমেলা

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে পাঠক-দর্শনার্থীদের পদচারনায় মুখর হয়ে ওঠেছে বইমেলা। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) দুপুর থেকেই দর্শনার্থীদের ভিড় বাড়তে থাকে। বেলা বাড়ার সাথে সাথে মেলায় যেন তিল ধারণের ঠাঁই নেই।

সরজমিনে মেলা প্রাঙ্গন ঘুরে দেখা গেছে, আগত দর্শনার্থীরা স্টলে ঘুরে ঘুরে বিভিন্ন বই দেখছেন। কেউ কেউ পছন্দের বই সংগ্রহ করছেন। এছাড়া কয়েকটি স্টলে পাঠকদের সাথে লেখকদের আড্ডা দিতেও দেখা যায়।

এদিকে, মেলায় দর্শনার্থীদের আনাগোণা বাড়ায় লেখক, প্রকাশক ও বিক্রেতারা খুশি। বিগত দিনগুলোতে বিক্রির হার কিছুটা কম থাকলেও আজ শুক্রবার বই বিক্রি বেশ বেড়েছে বলে জানান তারা। মেলার শেষ কয়েকদিনে বিক্রি আরও বাড়বে বলেও আশা তাদের।

প্রসঙ্গত, মাতৃভাষা দিবস উপলক্ষ্যে আজ শুক্রবার সকাল ৭টা থেকে বইমেলা শুরু হয়, চলবে রাত ৯টা পর্যন্ত।

বিআরইউ