শিল্পকলা চর্চা সংস্কৃতির একটি সৃজনশীল ধারা। সুদীর্ঘকালের চর্চায় বাংলাদেশের শিল্পকলা আজ বৈচিত্র্যময়তার মধ্য দিয়ে আন্তর্জাতিক স্বীকৃতি ও সমৃদ্ধি লাভ করেছে। বাংলাদেশ জাতীয় জাদুঘর বাঙালি জাতির আত্মপরিচয়ের হাজার বছরের শিল্পকলার ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতিকে তুলে ধরার ক্ষেত্রে অনন্য ভূমিকা পালন করে চলছে। জাদুঘরের চারটি কিউরেটরিয়াল বিভাগের মধ্যে সমকালীন শিল্পকলা ও বিশ্বসভ্যতা বিভাগ অন্যতম।
জাদুঘরের সমকালীন শিল্পকলা ও বিশ্বসভ্যতা বিভাগ প্রতিনিয়ত জনগণের সাথে শিল্পকলার সেতু-বন্ধন তৈরির কাজ করে যাচ্ছে। এই বিভাগে মোট ৫,২১১ টি নিদর্শন রয়েছে। সমকালীন ও বিশ্বসভ্যতার চিত্রকলা, ভাস্কর্য, ছাপচিত্র, কারুশিল্প, ট্যাপেস্ট্রিসহ অন্যান্য অমূল্য শিল্পকর্ম সংগ্রহ, সংরক্ষণ, প্রদর্শন, গবেষণা ও বিশেষ প্রদর্শনী, সেমিনার, সিম্পোজিয়াম, কর্মশালা আয়োজন এবং ক্যাটালগ ও ফোল্ডার মুদ্রণ করে থাকে। আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের খ্যাতিমান শিল্পীদের মধ্যে শিল্পাচার্য জয়নুল আবেদিন, পটুয়া কামরুল হাসান, এস এম সুলতান, সফিউদ্দিন আহমেদ, হামিদুর রহমান, ভাস্কর নভেরা আহমেদ, রশিদ চৌধুরী, মোহাম্মদ কিবরিয়া, আনোয়ারুল হক, মুর্তজা বশীর, আব্দুর রাজ্জাক, কাজী আব্দুর রউফ, কাইয়ুম চৌধুরী, সমরজিৎ রায় চৌধুরী, হাশেম খান, নিতুন কুন্ডু, কালিদাস কর্মকার, শাহাবুদ্দিন আহমেদ, অলকেশ ঘোষসহ প্রবীণ ও নবীন মোট ৩৪৫ জন শিল্পীর ৩,৯৭৬ টি শিল্পকর্ম এবং ১,২৩৫ টি বিশ্বসভ্যতার নিদর্শন এ বিভাগের সংগ্রহে রয়েছে।
গ্যালারি অপ্রতুলতার কারণে স্টোরে সংরক্ষিত শিল্পকর্ম মাঝে মাঝে প্রতিস্থাপন করা হয় এবং বিশেষ প্রদর্শনী আয়োজনের মাধ্যমে দর্শকদের শিল্পকর্ম নিদর্শন দেখার সুযোগ করে দেয়া হয়। সে পরিপ্রেক্ষিতে বিভাগে সংগৃহীত নিদর্শনের মধ্য থেকে মোট ৩৬ জন শিল্পীর ৭৭টি শিল্পকর্ম প্রদর্শনীতে উপস্থাপন করা হয়েছে।
প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠান ২৫ ফেব্রুয়ারি ২০২৫ খ্রিষ্টাব্দ মঙ্গলবার বিকাল ৩.০০ টায় নলিনীকান্ত ভট্টশালী গ্যালারিতে অনুষ্ঠিত হবে। ২৫ ফেব্রুয়ারি থেকে ০৮ মার্চ ২০২৫ পর্যন্ত জাদুঘর পরিদর্শনের সময়সূচি অনুযায়ী বিনা টিকিটে দর্শকদের জন্য উন্মুক্ত থাকবে। প্রদর্শনীটি উদ্বোধন করবেন বাংলাদেশ জাতীয় জাদুঘরের মাননীয় মহাপরিচালক, সরকারের অতিরিক্ত সচিব জনাব নাফরিজা শ্যামা।
বিআরইউ