মাহে রমজানকে স্বাগত জানিয়ে ইসলামিক ফাউন্ডেশনের র‍্যালি

আমার সংবাদ ডেস্ক প্রকাশিত: মার্চ ১, ২০২৫, ১০:৫৯ এএম
মাহে রমজানকে স্বাগত জানিয়ে ইসলামিক ফাউন্ডেশনের র‍্যালি
ছবি: রাজু আহমেদ

ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে পবিত্র মাহে রমজানকে স্বাগত জানিয়ে এক বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১ মার্চ) সকাল ৯.৩০ টায় ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আঃ ছালাম খান এর নেতৃত্বে বায়তুল মুকাররম জাতীয় মসজিদে র‍্যালিটি অনুষ্ঠিত হয়।  

বায়তুল মুকাররম জাতীয় মসজিদের উত্তর গেট থেকে র‌্যালীটি শুরু হয়ে দক্ষিন গেটে গিয়ে শেষ হয়।

ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক বলেন, ১৪৪৬ হিজরি সনের আসন্ন মাহে রমজানের পবিত্রতা রক্ষায় জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যেই এই র‌্যালীর আয়োজন করা হয়েছে। 

র‌্যালীতে অন্যান্যের মধ্যে ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক মোহাম্মদ তৌহিদুল আনোয়ার, মোঃ আনিছুর রহমান সরকার, ড. মোহাম্মদ হারুনূর রশীদ, কর্মকর্তা-কর্মচারি, আলেম-ওলামা ও ধর্মপ্রাণ মুসল্লীগণ উপস্থিত ছিলেন।

বিআরইউ