শাহজাদপুরে আবাসিক হোটেলে আগুন, ৪ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: মার্চ ৩, ২০২৫, ০২:০৮ পিএম
শাহজাদপুরে আবাসিক হোটেলে আগুন, ৪ জনের মৃত্যু

ঢাকার শাহজাদপুরের বাঁশতলা এলাকার সৌদিয়া নামের একটি আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে চারজন নিহত হয়েছেন।

সোমবার বেলা ১২টার দিকে এ ঘটনা ঘটে। দুপুর ১টা ৩ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

কুর্মিটোলা ফায়ার স্টেশনের কর্মকর্তা মোহাম্মদ আরিফ বলেন, “আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট। দুপুর ১টা ৩ মিনিটে আগুন নিয়ন্ত্রণে এসেছে। তবে কী কারণে আগুনের সূত্রপাত হয়েছে বা হতাহতের কোনো ঘটনা রয়েছে কি-না; এ বিষয়ে এখন পর্যন্ত কিছু জানা যায়নি।”

আগুনের ঘটনায় রাস্তায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন ওই এলাকায় চলাচলরত সাধারণ মানুষ।

ইএইচ