সরকারি গাড়িচালকদের উদ্দেশে ডিএমপির গণবিজ্ঞপ্তি

আমার সংবাদ ডেস্ক প্রকাশিত: মার্চ ৬, ২০২৫, ১১:০৬ এএম
সরকারি গাড়িচালকদের উদ্দেশে ডিএমপির গণবিজ্ঞপ্তি

সরকারি যানবাহনের চালকদের ট্রাফিক আইন মেনে চলতে বিশেষভাবে অনুরোধ জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। অন্যথায় আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। গতকাল বুধবার (৫ মার্চ) এক গণবিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়েছে।

ডিএমপি কমিশনার শেখ মো. সজ্জাত আলী স্বাক্ষরিত গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রায়ই লক্ষ করা যাচ্ছে, সরকারি যানবাহনের চালকরা সিগন্যাল অমান্য, উল্টোপথে চলাচল, যত্রতত্র পার্কিং ইত্যাদি করে ট্রাফিক আইন ভঙ্গ করছেন।

এতে খারাপ নজির সৃষ্টি হচ্ছে এবং অন্যান্য যানবাহনের চালকরা ট্রাফিক আইন ভঙ্গ করতে উৎসাহ পাচ্ছেন। তা ছাড়া আইন প্রয়োগ করতে গেলে অনেক ক্ষেত্রে সরকারি যানবাহনের চালকরা ট্রাফিক পুলিশ সদস্যদের সঙ্গে দুর্ব্যবহার করছেন। ফলে, অনেক ক্ষেত্রে ফৌজদারি ব্যবস্থা গ্রহণ করতে হচ্ছে।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, এমন পরিস্থিতিতে সড়কে শৃঙ্খলা ফেরাতে সব সরকারি যানবাহনচালকদের যথাযথভাবে ট্রাফিক আইন মেনে চলতে বিশেষভাবে অনুরোধ জানিয়েছে ডিএমপি।

অন্যথায় আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে সড়ক পরিবহন আইন, ২০১৮ অনুযায়ী ব্যবস্থা গ্রহণ জোরদার করা হবে বলে উল্লেখ করা হয়েছে বিজ্ঞপ্তিতে। এই বিষয়ে সফল সরকারি সংস্থার কর্মকর্তা ও যানবাহনচালকদের সহযোগিতা কামনা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।

বিআরইউ